শাহজালালে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৪’শ ৩ পিস ইয়াবাসহ মোকছেদুল হাওলাদার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

আটকৃত হলো মোকছেদুল হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়ার টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে।

গতকাল রোববার (২৬ মে) দিনগত রাত ৩টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, গতকাল রোববার রাতে টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মোকছেদুল হাওলাদারকে আটক করে আর্মড পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৪’শ ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন