
ইসরায়েলে যৌন হয়রানির ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। সে দেশে পাঁচজনে চারজন তরুণ-তরুণী যৌন হয়রানির শিকার। রবিবার সে দেশের প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করা এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, তরুণ প্রজন্ম মাদকের চেয়ে অনেক বেশি আসক্ত যৌন হয়রানিতে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচজনের মধ্যে গড়ে চারজন যৌন হয়রানির শিকার। তাদের মধ্যে অন্তত একজন শারীরিকভাবেও যৌন নির্যাতন সহ্য করছে। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, যৌন হয়রানির শিকার হয়ে সে দেশের তরুণ প্রজন্ম চরম অশান্তির মধ্য দিয়ে দিন পার করছে। তাদের মধ্যে অনেকেই মানসিক অবসাদের ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যৌন হয়রানির শিকারদের বেশিরভাগই বয়সে তরুণী ও মেয়ে শিশু। তাদের অনেকেই পারিপার্শ্বিক পরিবেশের কারণে একপর্যায়ে টাকা উপার্জন, খাবার এবং মাথার ওপর ছাদের আশায় যৌনকর্মী হতে বাধ্য হচ্ছে।
অবশ্য পরিস্থিতি মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কাজ করছে। তরুণ-তরুণীদের মধ্যে যারা গৃহহীন, তাদের আশ্রয় দিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের কর্মক্ষেত্র তৈরি করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল সরকার।যদিও যৌন হয়রানির ঘটনা সে দেশে ব্যাপকহারে বেড়েই চলেছে এবং সরকারের জন্য সেটা বড় ধরনের চ্যালেঞ্জেরও বিষয়।
আইএ/পাবলিক ভয়েস
		
