

গরুর মাংস খাওয়ার অধিকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় আদিবাসী এক শিক্ষককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শুধু তাই নয়, ওই শিক্ষককে কলেজ থেকে সাসপেন্ডও করা হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের সাকচিতে এ ঘটনা ঘটে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদিবাসীদের গরুর মাংস খাওয়ার অধিকার নিয়ে ২০১৭ সালের জুলাইয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন জিতরাই হাঁসদা নামে এক আদিবাসী অধ্যাপক। এর পর অভিযোগ হলে অধ্যাপককে থানায় হাজিরা দিতে বলা হলেও গ্রেফতার করা হয়নি।
প্রায় দুবছর পর রোববার গ্রেফতার করা হয় ওই অধ্যাপককে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। তার আগাম জামিনের আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।
ধারণা করা হচ্ছে, আদিবাসী ক্ষুব্ধ হলে এতটা ভালো ফল করা বিজেপির পক্ষে সম্ভব হতো না। অধ্যাপক জিতরাই নিজে আদিবাসীদের অধিকার রক্ষা নিয়ে কাজ করেন। পাশাপাশি নাট্যব্যক্তিত্বও।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক স্বার্থেই ভোটপর্ব মিটে যাওয়ার পর গ্রেফতার করা হয়েছে জিতরাইকে। কারণ ভোটের আগে আদিবাসীদের ক্ষেপিয়ে তাদের সমর্থন হারাতে চায়নি রঘুবর দাসের নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার।
আইএ/পাবলিক ভয়েস