ভারতে মুসলিম হকারের নাম শুনেই গুলি করে হত্যাচেষ্টা

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

বিহারের বেগুরসরাইয়ে এক মুসলিম ব্যক্তিকে গুলি করা হয়েছে। তার কাছে নাম জানতে চাওয়ার পর তিনি তার নাম বলেন এরপরই তাকে গুলি করা হয়। খবর দ্য হিন্দু

মোহাম্মদ কাশিম নামের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক ভিডিওতে এবং থানায় অভিযোগ দায়ের নথিতে বলেন, ‘আমি আমার ব্যবসায়িক কাজে পাশের কুম্ভি গ্রামে যাই। তখন রাজিব যাদব নামের এক ব্যক্তি নাম জানতে চাইলে আমি আমার নাম বলি। এরপরই সে আমাকে গুলি করে বলে যে তোমার পাকিস্তান চলে যাওয়া উচিত।’

কাশিম বিহারের ছেরিয়া বারিয়ারপুরের খানজাহানপুরের বাসিন্দা আঘানু মিয়ার ছেলে। তিনি হকারি করে ডিটারজেন্ট বিক্রি করনে।

কাশিম জানান, ‘আক্রমণের সময় রাজিব মাতাল ছিলেন। তিনি তার পিস্তলে আরও গুলি লোড করতে গেলে আমি তাকে ধাক্কা দিয়ে পালাতে সক্ষম হই। তাকে গুলি করা হলেও কেউ তার সাহায্য এগিয়ে আসেনি বলেও জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট আওয়াকশ কুমার বলেন, আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন