রাজধানীতে প্রতারণা চক্রের মূলহোতাসহ আটক ৫

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা বারেক সরকারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৪।

গতকাল শনিবার (২৫ মে) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত ২ মার্চ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২২ সদস্যকে আটক করা হয়। কিন্তু চক্রের মূলহোতা বারেক সরকার ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ধারাবাহিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে মূলহোতা বারেকসহ পাঁচজনকে আটক করা হয়।

আজ রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয় নিশ্চত করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন