ভারতে মোদি সমর্থকদের উগ্রতা; মুসলিম নারীকে জুতাপেটা ও পুরুষদের গাছে বেঁধে মারধর

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৯

অটোরিকশা করে গরুর গোশত নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম দম্পতি ও আরো দুই ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতের হিন্দুত্ববাদীদের উপর। ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই মুসলিম দম্পতি ও অপর দুই ব্যক্তিকে মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেছে এক প্রত্যক্ষদর্শী।


ভুক্তভোগীরা বলেন, আমাদের শুধু গাছে বেঁধে পেটানোই হয়নি, বাধ্য করা হয়েছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও। ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ। তবে এ ধরণের গ্রেফতারকৃতরা খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যান ভারতে।

অপর এক খবরে বলা হয়, ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই গোরক্ষকদের নির্যাতনের শিকার হলেন এক নারীসহ তিন মুসলিম। এসময় জোর করে তাদেরকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গরু নিয়ে অটোরিকশাযোগে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম। এই খবর কোনোভাবে গোরক্ষকদের কাছে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তারা লাঠি, বাঁশ নিয়ে অটোরিকশাটিকে তাড়া করে। এরপর ওই অটোরিকশায় থাকা ওই তিন মুসলিমকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর এক এক তাদের পেটাতে থাকে। পরে মাটিতে ফেলেও প্রচন্ড মারধর করা হয় তাদের। এরপর ওই মুসলিমদেরই একজনকে দিয়ে সঙ্গে থাকা নারীকে স্যান্ডেল দিয়ে পেটানো হয়। এরপর ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করে গোরক্ষকরা।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এক টুইট বার্তায় তিনি লেখেন, মোদির অনুসারীরা আবারও মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি। সূত্র : এবিপি, এনডিটিভি।

মন্তব্য করুন