বেলুচিস্তানে নামাজের সয়ম মসজিদে বোমা হামলা, ইমামসহ নিহত ২ ,আহত ২৫

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ইমামসহ অন্তত ২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ পড়াকালীন এই বিষ্ফোরণ ঘটে।

শুক্রবারের জুমআর নামাজের জন্য মসজিদে প্রায় ৩০ থেকে ৪০ জন মুসলিম উপস্থিত ছিলেন, তখন বোমাটি বিস্ফোরিত হয়।

কোয়েটা সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানান, হাসপাতালের দুইটি লাশ ও ২৫ জন আহত অবস্থায় রয়েছেন। আহতদের হাসপাতালে ট্রমা কেন্দ্রে চিকিৎসা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের মতে, বোমাটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটার পশতুনাবাদ এলাকায় রেহমানিয়া মসজিদে স্থানীয় সময় বেলা ১ টা ১৫ মিনিটের সময় বিষ্ফোরিত হয়।

 আহতদের মধ্যে অন্তত পাঁচজন গুরুতর অবস্থায় রয়েছেন। পুলিশ ও আধাসামরিক বাহিনী এই এলাকাটিকে ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

মসজিদের নিরাপত্তার জন্য শহর জুড়ে ৩ হাজার নিরাপত্তা কর্মী নিযুক্ত করা হয়। তবে, এই মসজিদটি শহরের অবস্থিত হওয়ায় এখানে কোনো নিরাপত্তা ছিলনা।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে কোন দল এই হামলার দায় স্বীকার করেনি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন