

ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী বলেছেন, ফিলিস্তিনি জাতি তাদের রক্ত দিয়ে মুসলমানদের প্রথম কিবলা ও এর ঐতিহাসিক শহর কুদসকে রক্ষা করছে।
ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর মুসলমানদের প্রথম কিবলা কুদস ও ফিলিস্তিনকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের দখল থেকে মুক্ত করার লক্ষ্যে বিশ্ব-ইসলামী জাগরণ ও বিশ্ব-জনমত গড়ে তোলার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর আহ্বানে রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব-কুদস দিবস ঘোষণা করা হয়।
আগামী ৩১ মে বা ২৬ রমজান ইরানসহ সারা বিশ্বের লাখ লাখ মানুষ বিশ্ব-কুদস দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইরাকের সাদ্দাম-বাহিনীর দখল থেকে খুররম শহর মুক্ত করার বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি বলেন, খুররম শহর ইরানি জাতির প্রতিরোধ, সাহস ও আত্মমর্যাদাবোধের প্রতীক।
৫৭৮ দিন ইরাকের সাদ্দাম-বাহিনীর দখলে থাকার পর ১৯৮২ সালের ২৪ মে ইরানি প্রতিরোধ যোদ্ধারা এই শহরটি মুক্ত করতে সক্ষম হয়।
আয়াতুল্লাহ কেরমানি বলেছেন, খুররম শহরকে মুক্ত করার ব্যাপারে ইরানি মুজাহিদদের বীরত্বপূর্ণ সংগ্রাম ও সাধনা বিশ্বের সমর বিশেষজ্ঞদের হতবাক করে দিয়েছিল।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব রমজানের শেষ শুক্রবারে বিশ্ব কুদস-দিবস উপলক্ষে বলেন, এই দিবস মুসলিম জাতিগুলোর ঐক্য, ইচ্ছা ও ফিলিস্তিনের মজলুম জাতির প্রতি সহায়তার প্রতীক।
আইএ/পাবলিক ভয়েস