‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জার্মানের দুই রাজনীতিবিদের

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জানিয়েছেন জার্মানের দুই বিশিষ্ট রাজনীতিবিদ৷ স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে তারা এ দাবি জানান।

‘আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে’ এমন শিরোনামে জার্মানির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার প্রবন্ধটি  লিখেছেন বলে জানিয়েছে ডয়চে ভেলে ৷

প্রবন্ধটিতে এ দুই রাজনীতিবিদ বলেন, ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন৷ ‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে জোর দিয়ে তারা মত প্রকাশ করেন, ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন৷

জার্মানির এ দুই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, ‘‘প্রতিক্রিয়াশীল, নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদেরকে ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত৷

ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তারা বলেন, ‘‘মেয়েদের বোরকা পরে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত৷’’

উল্লেখ্য, এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য৷ তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন