অত্তাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

পাকিস্তান পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আজ (বৃহস্পতিবার) এক ঘোষণায় বলেছে, ভূমি থেকে জল-স্থলের যে কোনো লক্ষ্যে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১,৫০০ মাইল, এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম।

বিবৃবির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে আরও জানিয়েছে, ‘শাহীন-২ নামের এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং এটি এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।’

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করায় এর সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন