
ভারতের লোকসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
নির্বাচনের ফলাফলে বিজেপির বিজয় স্পষ্ট হওয়ার পর আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে রাহুল গান্ধী বলেন, ”আজ যা ঘটেছে তা হল জনগণ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে।
তাদের এ সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তবে আমাদের প্রার্থীরা সর্বান্তকরণে নির্বাচনী লড়াই চালিয়ে গেছেন।’
রাহুল গান্ধী বলেন, নির্বাচনী রায় নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ আমরা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে চাই।
স্মৃতি ইরানিকে ভোট দেয়ার বিষয়ে আমি আমেথির মানুষের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমেথির মানুষের পক্ষে কাজ করার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় নিজ দলীয় কর্মীদের অভয় দিয়ে বলেন, আমি কংগ্রেসের সদস্য ও যারা আমাদের আদর্শে বিশ্বাস করেন তাদেরকে বলতে চাই যে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন। ফলাফল অনুযায়ী ১০০-এর কোঠা পেরোতে পারেনি কংগ্রেস।
আইএ/পাবলিক ভয়েস
		
