ফের পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছেন মমতা

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে সুবিধা করতে পারছে না তারা। আগের বারের চেয়ে বেশকিছু আসনে এগিয়ে থাকলেও মমতা ব্যানার্জীর তৃণমূলের থেকে পিছিয়ে আছে বিজেপি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ১৬টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১টি এবং তৃণমূল ২৫টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ আবারও পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছেন মমতা।

এদিকে নির্বাচনে ভারতজুড়ে সবকটি আসনের গণনা চলছে। এর মধ্যে এনডিএ জোট ৩২৫টি, ইউপিএ জোট ৯০টি, এমজিবি ২১টি এবং অন্য দলগুলো ১০৬টি আসনে এগিয়ে আছে।

নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে। সে হিসাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথেই আছে বিজেপি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন