
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সৌদি আরবের তিন বিশিষ্ট আলেম শায়খ সালমান আল-আওদাহ, শায়খ আয়েজ আল-ক্বরনী, শায়খ আলী আল-আমরী’র মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
জানা যায়, গত এপ্রিল মাসে ৩৭ সৌদির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিল সৌদি সরকার। তবে আন্তর্জাতিক চাপ ও নিন্দার ভয়ে মৃত্যুদণ্ড কার্যকরে বিলম্ব করা হয়।
সৌদি সরকারের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই জানিয়েছে, এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না। এ বছর রমজানের পর তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
জানা যায়, উল্লেখিত এই তিনজন আলেমসহ আরও অনেকেই আছেন যারা সৌদি রাজতন্ত্রের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রিন্স সালমান কাফেরদের সাথে মিলে যেসব “ইসলাম বিরোধী কর্মকাণ্ড” করেন তার প্রতিবাদ করে থাকেন জোড়ালোভাবে। যে কারণে তাদেরকে গ্রেফতার করে কারাবন্দী করে রাখা হয়েছিলো।
এই তিনজনকে ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে গ্রেফতার করা হয়। কেবল তারাই নয় সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার এমনকি ইমামদেরও গ্রেফতার করা হয়। সৌদির অনেক আলেম ওলামাসহ অনেকেই প্রিন্স সালমান সরকারের হাতে নিগৃহের শিকার হয়েছেন বিশেষ করে যারা সৌদি রাজতন্ত্রের ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া কাজগুলোর ব্যাপারে প্রতিবাদ করে থাকেন।

