
মানহীন ৫২ পণ্য উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া, বিএসটিআইয়ের মান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব পণ্য বাজারজাত করা যাবে না। গত রোববার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে এসিআই, প্রাণ, ড্যানিশ ও ওয়েল ফুডসহ বেশিরভাগ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে হাজির হয়নি আরা, আল সাফি, দিঘীসহ পাঁচটি কোম্পানির কেউ।
বিএসটিআই পরিচালক এসএম ইসহাক জানান, ‘বাতিল এবং স্থগিত কেউই এখন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এবং পরবর্তী পণ্যের বিবেচনা ব্যতীত এবং বিএসটিআই থেকে পুনরায় পরীক্ষা ব্যতীত এবং যতক্ষণ পর্যন্ত মানসম্মত না হয় ততক্ষণ পর্যন্ত ওই ৫২ পণ্য কেউই বিক্রয় ও বাজারজাত করতে পারবেন না।’
৫২ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাজার থেকে দ্রুত সরিয়ে নেয়া না হলে আরও কঠোর হওয়ার হুশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য মাহবুব কবির জানান, ‘যে কোনো একটা দোকানে যদি একটা কনটেইনার বা একটা প্যাকেটও পাওয়া যায়, আমাদের আইনে কিন্তু মামলা হবে বিক্রেতা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থাৎ মালিকের বিরুদ্ধে। এর আগেও তাই হয়েছে, যেটা অজামিনযোগ্য অপরাধ।’ বাজার থেকে পণ্যগুলো তুলে নেয়া ও অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ২৩ মে হাইকোর্টে প্রতিবেদন দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
জিআরএস/পাবলিক ভয়েস

