সীমার মেডিকেল সার্টিফিকেটে অসঙ্গতি, সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সীমা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার মেডিকেল সার্টিফিকেটে অসঙ্গতি পাওয়ায় পটুয়াখালীর সিভিল সার্জন শাহ মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ বুধবার দুপুরে এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের তলবে সকালে আদালতে হাজির হয়ে মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে ব্যাখ্যা দেন মুজাহিদুল ইসলাম।

একই সাথে আদালতে তিনি নিঃশর্ত ক্ষমাও চান। তবে আদালত বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করে বলেন দেশের ডাক্তারা যদি এভাবে ধর্ষণের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেন তবে কখনোই দোষীদের শাস্তি নিশ্চিত করা যাবে না।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন