ইভিএম কারচুপির অভিযোগকে ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ বলে ওড়ালেন মোদি

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

ভারতে  ইভিএম সুরক্ষা নিয়ে তোলপাড় গোটা দেশ৷ ইভিএম নিয়ে যাবতীয় আশঙ্কা দুর করতে হবে এই দাবিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ২১টি বিরোধী দল৷ কমিশন ইভিএম গণ্ডগোলের সব অভিযোগ অস্বীকার করেছে৷

সব মিলিয়ে ভোট গণনার আগে অস্থির পরিস্থিতি৷ বিরোধীদের ইভিএম কারচুপির অভিযোগকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি৷ গোটা ঘটনাকে ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ বলে ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

ভোট গণনার ৪৮ ঘণ্টা আগে শরিক দলগুলিকে নৈশাহারে ডাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দল ও জোটের নেতাদের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়৷

মোদির মুখে তখন তৃপ্তির হাসি৷ স্বস্তি এনডিএ শিবিরেও৷ স্বস্তির কারণ স্পষ্ট৷ প্রতিটা বুথফেরত সমীক্ষায় এনডিএ সরকার ফিরে আসার আভাস মিলেছে৷

এই নৈশভোজে ইভিএম নিয়ে চলতে থাকা বিতর্ক নিয়ে মুখ খোলেন মোদি৷ সূত্রের খবর, সেখানে গোটা ঘটনাকে অপ্রয়োজনীয় বিতর্ক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে আলোচনা হয়৷

ফল প্রকাশের আগেই জিতছি ধরে নিয়েই সেখানেই আগামী পাঁচ বছরের কাজের নকশা তৈরি হয়৷ পরে সেই প্রস্তাব পাসও হয়ে যায়৷ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দেন এনডিএ হল দেশ শাসনের অন্যতম স্তম্ভ৷

রাজনাথ সিংহ বলেন, আগামী পাঁচ বছরের জন্য মূলত জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ, এবং উন্নয়নকে সামনে রেখে কাজ করবে সরকার৷

বিগত পাঁচ বছরে প্রতিশ্রুতির লক্ষ্যমাত্রা সম্পূর্ণ করতে পেরেছে সরকার৷ আগামী সময়সীমায় তা আরও দ্রুত রূপায়ণ করতে হবে৷

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন