জঙ্গীবাদ নয় ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসবাদের অভিযোগ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করা অস্ট্রেলীয় সন্ত্রাসীর বিরুদ্ধে মঙ্গলবার সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে পুলিশ৷ প্রায় দুই মাস আগে নৃশংস ওই হামলার ঘটনা ঘটেছিল৷

এর আগে ২৮ বছর বয়সি ঐ যুবকের বিরুদ্ধে ৫১জনকে হত্যার অভিযোগ ও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল৷ নিউজিল্যান্ডের পুলিশ ওই সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনতে দুই মাসেরও বেশি সময় নিলো ৷

তারা বলছে, সরকারি আইন বিশেষজ্ঞ ও কৌঁসুলিদের সঙ্গে পরামর্শ করে সন্ত্রাসবাদের অভিযোগ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ২০০২ সালে নিউজিল্যান্ডে ‘টেররিজম সাপ্রেশন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়৷

তবে এখন পর্যন্ত এই আইনের আওতায় কোনো বিচার হয়নি৷ ফলে মসজিদে হামলাকারীর বিচারই এই আইনের প্রথম বিচার হতে যাচ্ছে৷ এই আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড৷

মার্চের ১৫ তারিখে মসজিদে হামলাকারী ওই সন্ত্রাসীকে  আটক করে কারাগারে রাখা হয়েছে৷ সন্ত্রাসী মানসিকভাবে বিচারের মুখোমুখি হওয়ার মতো সুস্থ কিনা, সেটাও যাচাই করা হচ্ছে।

সূত্র: ডয়চে ভেলে

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন