প্রেমিকার বাসা থেকে প্রেমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ২১, ২০১৯

রাজধানীর ভাটারা এলাকার কুড়াতলি বাজারের কাছে প্রেমিকার বাসা থেকে আশিক (২০) নামে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ।

আশিক অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন কাউসার অপু  বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে নিহত আশিকের পরিবার অভিযোগ করছে, আশিককে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আশিকের ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে আশিকের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান বড় ভাই আল-আমিন। সেখানে গিয়ে তিনি তার ছোট ভাইকে মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ আশিকের মৃতদেহ উদ্ধার করে।

জানতে চাইলে এসআই আল-আমিন কাউসার বলেন, আশিক ও তার প্রেমিকা, যার বাসায় আশিকের মৃতদেহ পাওয়া গেছে, একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, নিহতের পরিবার বলছে, আশিককে হত্যা করা হয়েছে। প্রেমিকা বলছেন, হত্যা না, আশিক আত্মহত্যা করেছে।

বিষয়টি এখনো তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন