রোজা রেখে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৯

রাজধানীর বিজয় সরণিতে দায়িত্ব পালনকালে গতকাল সোমবার ট্রাফিক কনস্টেবল আজিজুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধারণা করা হচ্ছে গরমে হিটস্ট্রোক জনিত কারণে হৃদরোগে আক্রান্ত তিনি মারা গেছেন।

আজিজুল ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার নন্দনপুর গ্রামের মৃত ওসিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবারসহ রাজধানীর যাত্রাবাড়ীর থানার শনিআখড়ায় থাকতেন।

সহকর্মীরা জানান, রোজা রেখে গতকাল সোমবার দুপুরের ডিউটিতে আসেন আজিজুল ইসলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মনতোষ বিশ্বাস জানান, আজিজুল ইসলাম বিজয় সরণিতে দুপুরে ডিউটিতে আসেন। দুপুর সাড়ে ৩ টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দাফনের জন্য তার মরদেহ পুলিশি ব্যবস্থায় গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন