সিরিয়ায় রুশ বিমান হামলায় ৫ শিশুসহ ১০ বেসামরিক সাগরিক নিহত

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ৫ শিশুসহ ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। অঞ্চলটি জিহাদিদের ঘাঁটি হিসেবে পরিচিত। মস্কো অঞ্চলটিতে অস্ত্রবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্ট পর এ হামলা চালানো হয়।

সোমবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাতে ভয়াবহ বিমান হামলার পর সোমবার অঞ্চলটির প্রান্তে সরকারি বাহিনী ও জিহাদি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।

অবজারভেটরি জানায়, ইদলিব প্রদেশের কাফরানবেল শহরে গত রাতের রাশিয়ার বিমান হামলায় পাঁচ শিশু, চার নারী ও এক ব্যক্তি নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, শহরের একটি হাসপাতালের কাছে এই বিমান হামলা চালানো হয়।
এএফপি’র এক প্রতিনিধি জানান, এই বিমান হামলায় শহরের প্রান্তের পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন