মিশরে পিরামিড এলাকায় বিস্ফোরণ, গুরুতর আহত ১৬

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মে ২০, ২০১৯

মিশরের পিরামিড এলাকাতে একটি বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাস। বিস্ফোরণের ফলে বাসটিতে থাকা যাত্রীদের ১৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতের মধ্যে বিদেশিদের সংখ্যাই বেশি।

সূত্রের খবর বিস্ফোরণে আহত বিদেশিদের মধ্যে অনেকে দক্ষিণ আফ্রিকার নাগরিক।

গতকাল রবিবার কাইরোতে নিউ গ্র্যান্ড ইজিপ্টিয়ান মিউজিয়াম সংলগ্ন এলাকাতে এই বিস্ফোরণ ঘটার সময় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ‘‘খুব জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। গিয়ে দেখলাম বাসের জানলার কাঁচ ভাঙা। বাসে থাক সাধারণ মানুষ রক্তাক্ত অবস্থায় ছুটছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন