
দুর্নীতির নানা অভিযোগে পিরোজপুর-১ আসনে আ.লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) একেএমএ আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার আব্দুল আউয়ালকে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদ। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘সাবেক এ সংসদ সদস্যকে আগামী ২৩ মে সকাল ৯টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।’
দুদকের চিঠিতে বলা হয়, আউয়ালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে সেতু-ফেরিঘাট ইজারা দেয়াসহ টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার আ.লীগের মনোনয়ন নিয়ে পর পর দুই বার জাতীয় সংসদের সদস্য (এমপি) নির্বাচিত হন আউয়াল। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। তার আসনে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম। যিনি বর্তমানে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী।
জিআরএস/পাবলিক ভয়েস

