ইসরাইল ও আমেরিকার প্রতি পাকিস্তানের সতর্ক বাণী

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল মির্জা আসলাম বেগ ইরান ইস্যুতে যেকোনো ভুল পদক্ষেপের পরিণতির বিষয়ে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, কঠিন ও অকল্পনীয় জবাব দেওয়ার সামর্থ্য ইরানের রয়েছে।

আসলাম বেগ গতকাল (শনিবার) পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ হুঁশিয়ারি দিয়েছেন।

পার্সটুডের এক সংবাদে বলা হয়েছে, পাকিস্তানের এই সাবেক জেনারেল আরও বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি থেকে ইসরাইল ও আমেরিকা শিক্ষা নেয়নি। তারা এখন মধ্যপ্রাচ্যে যেসব যুদ্ধ চালাচ্ছে সেগুলো থেকেও তাদের শিক্ষা নেয়া উচিত।

তিনি বলেন, আমেরিকার সহযোগিতা নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইসরাইল বিপদে পড়বে। কারণ ইরান জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

ইরান আতঙ্ক তৈরি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে সামরিক শক্তি বাড়াচ্ছে বলে আসলাম বেগ মন্তব্য করেছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন