ভোটে জেতার ধ্যান খতম করলেন মোদি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ভারতের হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থান ভূপৃষ্ট থেকে প্রায় ১২ হাজার ফুট উচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরে গিয়ে গুহায় ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোটগ্রহণের আগে গতকাল ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ সকালে মোদি ধ্যান ভাঙেন।

জানা যায়, আজ সকাল পর্যন্ত সেখানে ধ্যানমগ্ন থাকার কথা ছিল তার। ৩৩ বছর আগে ওই গুহায় ধ্যানে বসতেন মোদি। এবার নির্বাচনে জিততে মোদি এ ধ্যান করেছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি।

জানা যায়, দুই দিনের বিশেষ সফরে উত্তরখণ্ড আসেন মোদি। হিন্দুদের পবিত্রস্থান কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে সৃষ্টিকর্তার সান্নিধ্যে কাটানোর সংকল্প নেন। সেই মতে শনিবার পৌঁছে যান কেদারনাথ। গেরুয়া বসন পরে কেদারের গুহায় ধ্যানে বসে পড়েন।

অন্যদিকে, বিরোধী দল মোদির এ ধ্যান করাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে অভিযোগ তুলেছে।

জানা গেছে, শুধু সংবাদমাধ্যমের অনুরোধে মোদি ধ্যানে বসার ছবি তুলতে দেন। ছবিতে দেখা যায়, জাফরান রঙের গেরুয়া পোশাকে ধ্যানে বসেছেন তিনি। তারপর থেকে ওই গুহায় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গুহার মধ্যেই একান্তে ধ্যান শুরু করেছেন মোদি। চলবে আগামীকাল রোববার সকাল পর্যন্ত।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন