সাভারে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।

গতকাল শনিবার (১৮ মে) দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন বলে জনিয়েছে পুলিশ।

তারা বলছে, ঢাকাগামী একটি বাস থেকে নামতে গিয়ে পেছনে থাকা আরেকটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে প্রত্যক্ষদর্শী ও পুলিশ মিলে হাসপাতালে নেওয়ার সময় ওই বৃদ্ধ মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ওই বৃদ্ধের পোশাক-পরিচ্ছদ দেখে মনে হচ্ছে তিনি একজন ভিক্ষুক। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক ও বাস আটক করা যায়নি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন