ওমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাত ব্যাপী সদস্য তরবিয়াত সম্পন্ন

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

ইবনে সালেহ, ওমান থেকে :

যোগ্য, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী ছাড়া কোন সংগঠন তার লক্ষ্য এবং উদ্দেশ্যের চুড়ান্ত শিকড়ে আরোহন করতে পারেনা। প্রশিক্ষিত জনশক্তি তৈরির জন্য তরবিয়াতের (প্রশিক্ষণের) বিকল্প নাই। তরবিয়াত প্রাপ্ত কর্মীদের মাধ্যমে গঠিত শাখা গুলো সব সময় গতিশীল থাকে।

গত ১৭ মে বৃহস্পতিবার দিবাগত রাত ব্যাপী অনুষ্ঠিত ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমানস্থ মাবেলা শাখার তরবিয়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, মাহফিলের প্রধান অতিথি ইসলামী অান্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জননেতা মাওলানা মীর আহমেদ মিরু।

শাখা সভাপতি মাওলানা সানাউল্লাহ হক্কানীর সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে তরবিয়ত প্রধান করেন, ফেনী জেলার সাবেক সেক্রেটারী এবং বর্তমান সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম এবং ওমান কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক সাংবাদিক মাওলানা আজগর সালেহী।

তারাবির নামাজের পর থেকে শুরু করে সেহেরীর পূর্ব পর্যন্ত দীর্ঘ সময় মাবেলার বিভিন্ন স্থান থেকে অাগত দায়ীত্বশীল এবং সদস্যদের তরবিয়ত প্রধান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুহাম্মদ আখতার হোসাইন, হাফেজ আবুল কালাম, হাফেজ ইউনুস, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ কাউসার প্রমূখ।

প্রোগ্রাম শেষে প্রতি তিন মাস পর পর সদস্য তরবিয়ত অনুষ্ঠান করার আগ্রহ প্রকাশ করে আগত সদস্যরা। সবশেষে মোনাজাত এবং সেহেরীর মাধ্যমে সমাপ্ত করা হয়।

মন্তব্য করুন