ভারতে কেন লাখ লাখ নতুন বোরকার অর্ডার, প্রশ্ন বিজেপির

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

আগামিকাল লোকসভা নির্বাচনের সপ্তম দফার নির্বাচন। শেষ দফার এই নির্বাচনের আগে একেবারে নতুন একটি প্রশ্ন দাবি করল বিজেপি।

ইতিমধ্যে সেই দাবি নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে বঙ্গ-বিজেপি। তাদের অভিযোগ, ভোটের আগে লাখ লাখ বোরকার অর্ডার দেওয়া হয়েছে। বিজেপির আশঙ্কা, শাসকদল মহিলাদের বোরকা পরিয়ে বুথ ছিনতাই করতে পারে। আর সেজন্যেই কমিশনের কাছে বুথের নিরাপত্তায় মহিলা বাহিনী মোতায়েন করার দাবি জানাল তারা।

বিজেপির সূত্রের বরাত দিয়ে কলকাতা নিউজ জানিয়েছে, মথুরাপুর, ডায়মন্ডহারবার এবং উত্তর কলকাতার বিশেষ কয়েকটি পয়েন্ট থেকে লাখ লাখ কালো-সাদা বোরকার অর্ডার হচ্ছে। আর এখানেই বিজেপির প্রশ্ন, ভোটের সময় কেন এই পরিমাণ বোরকার দরকার প্রয়োজন পড়ছে।

বিজেপি আরও বলছে, বাড়িতে কি বোরকা নেই? মুসলিম মহিলারা তো সারা বছরই বোরকা ব্যবহার করেন। এখন কেন হঠাৎ কেন এই পোশাকের এত দরকার পড়ল? বহিরাগতদের ভোটের সময় বোরকা পরিয়ে ঢুকিয়ে রিগিং-ভোট লুঠ করানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে প্রকাশ করেছে বিজেপি। একারণে কমিশনকে সতর্ক করে দেওয়া দিয়েছে তারা।

রাজ্য বিজেপির সহ-সভাপতি এবং নির্বাচন ম্যানেজম্যান্ট কমিটির সদস্য জয়প্রকাশ মজুমদার জানান, নির্বাচন কমিশনকে এই অভিযোগগুলি নির্দইষ্ট ভাবে করেছি। কমিশন জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পাশাপাশি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘এই দফায় বেশকিছু বুথ রয়েছে যেগুলি মুসলিম অধ্যুষিত।

ওইসব বুথ থেকে প্রায়ই অভিযোগ আসে, পুরুষ ভোটাররা বোরখা পরে ভুয়ো ভোট দিয়ে যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিষয়টি জানিয়েছি। আমরা মহিলা সশস্ত্র বাহিনী চেয়েছি। এতে ভোটদাতাদের ঠিকঠাক তল্লাশি করা যাবে।’ সূত্র: কলকাতা নিউজ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন