প্রতীকী ছবি                                       
                                        
                                    
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ২৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার (১৮ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।
মাসুদুর রহমান জানান, গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ২৩ সদস্যকে আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জিআরএস/পাবলিক ভয়েস
		