
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ১৬ মে বৃহস্পতিবার নগরীর তালতলাস্থ দারুচিনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, মাহে রমজান জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের শিক্ষা দেয়।
রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তাকওয়াভিত্তিক জীবন গঠন করতে পারলে দেশ থেকে অন্যায়-অবিচার ও অপরাধের মাত্রা হ্রাস পাবে।
সভায় অন্যান্য বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি ও কৃষকদের ধানের নায্যমূল্য থেকে বঞ্চিত করার কারণে দেশের মানুষ দিশেহারা হয়ে ক্ষোভে ফুঁসে উঠছে। তাই অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ ও ধানের নায্যদাম নিশ্চিত করে মানুষের ক্ষোভ ও কষ্ট দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ,জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী,মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী,মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাওলানা আব্দুল মালিক, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সহসাধারণ সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, ডা. মোস্তফা আহমদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহবুবুল হক, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, প্রচার ও অফিস সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, নির্বাহী সদস্য মাওলানা ক্বারী আসাদুজ্জমান, মাওলানা আরিফুল হক ইদ্রিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ রশীদ মুশতাক, ছাত্র মজলিস নেতা আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আতিকুর রহমান, মুহা. মাহদী হাসান জামাল প্রমুখ।

