

ইসলামের অনুসঙ্গ দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পরিধান করাসহ আরও কিছু বিষয়কে জঙ্গী হওয়ার প্রাথমিক আলামত বা রেডিকেল ইন্ডিকেটর হিসেবে প্রকাশ করে প্রচার করা একটি লিফলেট নিয়ে ক্ষোভে উত্তাল হয়েছে মুসলমানরা।
তার ধারাবাহিকতায় সংগীতের ভাষায় প্রতিবাদী সূরে প্রতিবাদ করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক, লেখক ও জনপ্রিয় সংগীত গায়ক মুফতী হাবিবুর রহমান মিছবাহ। “রাখলে দাড়ি চুল কাটিলে জঙ্গি নয় তো সে, এই কথা যে বলবে তাকে ভুতে ধরেছে” শিরোনামে সংগীতটি তিনি গেয়েছেন। যেখানে তিনি শব্দ ছন্দের গাঁথুনিতে এমন দাবি যারা করে থাকে তাদের দাবির বিপক্ষে যৌক্তিক জবাব দিয়েছেন।
আজ ১৬ মে আছরের পর সংগীতটি ইউটিউবের তাকওয়া মিডিয়া চ্যানেলসহ বেশ কয়েকটি চ্যানেল ও পরবর্তিতে ফেসবুকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
সংগীতটির কথা, সূর ও টিউন করেছেন হাবিবুর রহমান মিছবাহ নিজেই। রেকর্ডিং করেছেন পরিচিত ইসলামী সংগীতের রেকর্ডিং স্টুডিও “একাত্ব স্টুডিও”তে।
সংগীতটির লিরিকের কিছু অংশ
… টাখনুর ওপর পড়লে কাপড় জঙ্গি কেন হবে,
টাই পড়া ঐ ভদ্রবেশি সবগুলা চোর তবে।
… পোশাক টেনে ধর্ম টেনে উষ্কে দেবে যে
বুঝতে হবে ঐ শালাকে ভুতে ধরেছে।
(বিস্তারিত লিরিক সংগীত রিলিজের পর পাওয়া যাবে)
প্রসঙ্গত : “সম্প্রীতির বাংলাদেশ” নামে সদ্য আত্মপ্রকাশ করা একটি এনজিওর পক্ষ থেকে এমন প্রচারপত্র বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইনে প্রচার করেছে গুটিকয়েক লোকজন। যেখানে জঙ্গী হওয়ার প্রাথমিক আলামতসমূহ চিহ্নিত করতে গিয়ে ইসলামের অনেক অনুসঙ্গ টেনে আনা হয়েছে। যা নিয়ে অনেকেই কঠোর প্রতিবাদ করেছেন। বিশেষ করে “সম্প্রীতির বাংলাদেশ” নামক এনজিওর আহবায়ক পিযূষ বন্দোপাধ্যয়সহ আরও যারা এমন ধারণা পোষণ করে ইসলামবিদ্ধেষ প্রকাশ করে থাকে তাদের প্রতি অনেক যৌক্তিক জবাব দিয়েছেন অনেকেই।