

শ্রীলঙ্কায় ইস্টার সানডে’-তে বোমা বিস্ফোরণের ঘটনার পর থেকে দেশটিতে উত্তেজনা বেড়েই চলেছে। দেশের বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে কারফিউ। এবার কারফিউ জারি থাকা সত্ত্বেও এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হল। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে শ্রীলঙ্কার পুত্তালাম জেলায়। ওই মুসলিম যুবককে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজের কাঠের দোকানে কাজ করছিলেন। উন্মত্ত জনতা তার দোকানে ঢুকে পড়ে সেখান থেকেই কাঠ কাটার ধারালো যন্ত্রপাতি নিয়ে তাকে কোপাতে থাকে। সেই সঙ্গে চলতে থাকে এলোপাথাড়ি মারধর। ওই যুবকই এই হিংসার বলি বলে জানিয়েছে পুলিশ।
হিংসা থামাতে নির্দেশ দিয়ে পুলিশকে আরও ক্ষমতা দিয়ে শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমরত্নে দেশবাসীকে সতর্ক করে বলেছেন, কোনোরকম অশান্তিমূলক কাজ করতে দেখলেই পুলিশ কড়া পদক্ষেপ নেবে।
দেশবাসীকে শান্ত থাকার আবেদন করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে বলেছেন, উত্তরপশ্চিমাংশে একদল অজ্ঞাতপরিচয় মানুষ গন্ডগোল পাকাচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে।
আইএ/পাবলিক ভয়েস