মানিকগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় সেলিম হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার তোবারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সেলিম হোসেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং উপজেলার দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

সাটুরিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল জানান, মাদক সেবন ও বিক্রির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে ছাড় দেয়া হবে না। সেলিমের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন