ফালু, ইকরামুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা : দুদক

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

অর্থ পাচারের অভিযোগে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু এবং এস এ কে ইকরামুজ্জামানসহ ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ফশোর কোম্পানি খুলে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগ রয়েছে। 

আজ সোমবারই ঢাকার উত্তরা থানায় এই মামলা দায়ের করা হবে বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করবেন বলে জানান প্রনব।

ফালু ছাড়া বাকি ৩ জন হলেন- আরএকে পেইন্টস লিমিটেডের পরিচালক বিএনপি নেতা এস এ কে ইকরামুজ্জামান, স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও স্টার সিমাকসের পরিচালক এবং আরএকে কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সাবেক পরিচালক মো. আমির হোসাইন।

দুদক বলছে, মোসাদ্দেক আলী ফালু, একরামুজ্জামান, আনোয়ারুজ্জামান, আমির হোসাইন ২০১০ সালে দুবাইয়ে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ত্রি স্টার লিমিটেড, ডেভেলমেন্ট ইইউই নামে অফশোর কোম্পানি খোলেন এবং বাংলাদেশে ‘দুর্নীতির মাধ্যমে’ অর্জিত ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচার করেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন