
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বাড়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসরা ওহিদুল ইসলাম বলছেন, সকালে আরিচা থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাড়বাড়িয়া এলাকায় অপর যাত্রীবাহী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ২টি উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।
জিআরএস/পাবলিক ভয়েস
		