পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

পাকিস্তানকে অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে।

যদিও এ সহায়তার বিষয়ে এখনো আইএমএফের ব্যবস্থাপকদের অনুমতি লাগবে। এ নিয়ে তিন বছরে আর্থিক সহায়তা দেওয়া হবে পাকিস্তানকে।

আইএমএফ রবিবার ঘোষণা দিয়েছে, ঋণ জর্জরিত পাকিস্তানকে ৬ বিলিয়ন ডলার সহায়তার বিষয়ে তারা প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছেছেন।

এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, পাকিস্তান চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়েছে। প্রবৃদ্ধি কম, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, ঋণে জর্জরিত, আন্তর্জাতিক অর্থনীতিতেও পাকিস্তানের অবস্থা নাজুক।

দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যবহার করবে পাকিস্তান। বিবিসি।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন