

বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়ানো সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যোগ থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেফতারকৃত ওই ছয়জনই ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির সদস্য। এমনকি তাদের পরিচয় হিসেবে ওই ছয়জনের নাম আর এক উগ্রবাদী সংগঠন “আরএসএস”র লিস্টেও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই ছয়জন একাধিক জায়গায় আইএসের পতাকা লাগিয়ে উগ্র সংগঠনটিতে যোগদানের জন্য এলাকাবাসীকে প্রভাবিত করার অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তাদের সঙ্গে আইএস যোগের বিষয়টি নিশ্চিত হতে চাইছে পুলিশ। এছাড়া আইএসের হয়ে তারা কী কাজ করত? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাইছে পুলিশ।
জানা গিয়েছে, গত ২ মে গোলপাড়া জেলায় আইএসের ছয়টি পতাকা দেখতে পেয়েছিল স্থানীয়রা। তার ঠিক একদিন পরেই, ৩ মে কোইহাটা এলাকায় একটি মাঠের পাশে গাছে লাগান থাকতে দেখা যায় আইএসের পতাকা। প্রতিটি পতাকাতেই আরবি ভাষায় লেখা ছিল ‘আইএসে যোগ দাও’ বা ‘জয়েন আইএস’। এরপরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। ঘটনাস্থল থেকে পতাকাগুলি খুলে, ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। জানা গিয়েছে, সেই তদন্তের সূত্র ধরেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ মে নলবাড়ির বেলসোর এলাকা থেকে এদের পাকড়াও করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, তপন বর্মন, দীপজ্যোতী টাকুরিয়া, সরজজ্যোতী বৈশ্য, পুলক বর্মন, মোজামিল আলি ও মুন আলি। এরা প্রত্যেকেই স্থানীয় বিজেপির সদস্য। এদের মধ্যে ধৃত তপন বর্মন প্রাক্তন কংগ্রেসের কাউন্সিলর বর্তমানে দল বদল করে বিজেপির জেলা কমিটির সদস্য।
জম্মু-কাশ্মীর-সহ ভারতের একাধিক রাজ্যে আগেই তাদের উপস্থিতির প্রমাণ দিয়েছিল উগ্রবাদী সংগঠন আইএস। তবে অসামেও যে এদের বীজ ছড়িয়ে গিয়েছে তা সত্যিই অজানা ছিল প্রশাসনের কাছে। কেবল তাই নয় সর্ষের মধ্যে ভুত থাকার মতো, যে বিজেপি ভারতীয়ত্ব ও দেশাত্মবোধের কথা বলে তাদের দলের মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠছে আইএস ভাবধারা। তবে আইএসের সাথে ইসরাইলের সম্পর্ক এবং ইসরাইলের সাথে বর্তমান ভারতের ক্ষমতাসীন বিজেপির সম্পর্কের সূত্র ধরে বিজেপিই আইএস হয়ে প্রচারণা চালাচ্ছে এমন দাবিও অনেকের।