৫৯ আসনে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৯

ভারতের চলতি লোকসভা নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ মোট সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মোট সাত দফা ভোটগ্রহণের পাঁচ দফা ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি আছে আর মাত্র এক দফা। এরপর আগামী ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।

এই দফায় উত্তরপ্রদেশের ১৪টি, হরিয়ানা ১০টি, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের আটটি করে আসনে ভোট হচ্ছে। পাশাপাশি দিল্লির সাতটি লোকসভা কেন্দ্র এবং ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্রেও ভোট নেওয়া হচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ৯৭৯। ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হচ্ছে প্রায় ১ লক্ষ কেন্দ্রে।

ষষ্ঠ দফায় প্রতিযোগিতা করা প্রার্থীদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, পশ্চিমবঙ্গের শিশির অধিকারী, অভিনেতা দেব সহ আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন।

মধ্যপ্রদেশের ভোপালের লড়াইয়ের দিকে রাজনৈতিক মহলের নজর আছে। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। প্রার্থী হওয়ার পর একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছেন প্রজ্ঞা। তাকে নির্বাচন কমিশনের শাস্তির মুখেও পড়তে হয়েছে।

এছাড়া দিল্লিতে একাধিক বিশিষ্ট প্রার্থীর লড়াই হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, বক্সার বিজেন্দ্র সিংহ, ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেনের লড়াই হচ্ছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন