হজ পালনে বিধিনিষেধ তুলে নিতে সৌদির প্রতি কাতারের আহ্বান

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

পবিত্র হজ পালনের জন্য কাতারের নাগরিকদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে দোহা। খবর পার্সটুডের।

কাতারের ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কাতারি নাগরিকদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনের সুযোগ দিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

সৌদি সরকারের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কাতারের নাগরিকরা মুসলিম বিশ্বের অন্য দেশগুলোর মতো মুক্তভাবে হজ এবং ওমরাহ করতে পারছেন না। সৌদি সরকারের আরোপ করা এসব বিধি-নিষেধকে কাতার বৈষম্যমূলক বলে অভিহিত করেছে।

২০১৭ সালের ৬ জুন সৌদি আরব কাতারের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় রিয়াদ সরকার কাতারের নাগরিকদের ওপর সৌদি সফরে নিষেধাজ্ঞা আরোপ করে।

সম্প্রতি সৌদি আরব বলেছে, ইলেক্ট্রনিক্স রেজিস্ট্রেশনের মাধ্যমে কাতারের নাগরিকদের পবিত্র রমজান মাসে ওমরাহ করার সুযোগ দেয়া হবে।

তবে কাতারের নাগরিকদের জেদ্দা অথবা মদিনা বিমানবন্দরে নামতে হবে। এরপর দোহা সরকার কাতারি নাগরিকদের পূর্ণ মর্যাদায় হজ করার সুযোগ দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানাল।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন