রাজধানীতে মাদকসহ আটক ৬৯

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৯
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৬৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ৮৭১ গ্রাম হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গতকাল শুক্রবার (১০ মে) সকাল থেকে আজ শনিবার (১১ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে। আটকরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

এ বিষয়ে ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন