
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও ৫৬ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার (১০ মে) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জিলানীর বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ ফরহাদ হোসেন ও ৫৬ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ শাহীন ভূঁইয়াকে আটক করা হয়। এ সময় বসত বাড়ির মালিক জিলানীকে আটক করা যায়নি। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

