কাতারে মার্কিন পরমাণু-বোমারু বিমান বি-৫২

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন কৌশলগত বি-৫২এইচ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান অবতরণ করেছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পরমাণু-বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে।

পার্সটুডের এক সংবাদে বলা হয়েছে, অন্যান্য বিমানগুলো কোথায় নেমেছে তা জানান হয়নি। মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ সব বিমান দক্ষিণপশ্চিম এশিয়ায় অবতরণ করেছে।

অবশ্য এর আগে মার্কিন বিবৃতিতে দক্ষিণপশ্চিম এশিয়ার ঘাঁটি বলতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আল-উদেইদ ঘাঁটিকে বোঝানো হয়েছে।

এ সব বোমারু বিমান লুজিয়ানার বার্কসডেল এয়ার ফোর্স বেজের ২০তম বম্ব স্কোয়াড্রন থেকে এসেছে বলেও জানানো হয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন