

গত তিন বছর ধরে ভারতের বাইরে রয়েছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. জাকির নায়েক। গ্রেফতার এড়াতে এ মুহূর্তে তিনি মালেয়েশিয়ায় বাস করছেন। তবে শর্ত সাপেক্ষে তিনি নিজ দেশে ফিরতে রাজি হয়েছেন।
সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাকির নায়েক বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যও তদন্তের মুখোমুখী হতে হবে। সেই কারণে দেশে ফেরাটা একান্তই দরকার।
এ বিষয়ে শর্ত দিয়ে জাকির নায়েক বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ না হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট এ আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি।’
তবে মালয়েশিয়ায় গিয়ে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জেরা করতে চাইলে তা করতে পারে বলেও জানিয়েছে তিনি।
আইএ/পাবলিক ভয়েস