

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’-এর মহাসচিব জিয়াদ আন-নাখাল বলেছেন, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে ইসরাইলি শহর ধ্বংস করা সম্ভব। ফিলিস্তিনিরা নতুন যেকোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলেও গতকাল বুধবার তিনি জানিয়েছেন।
জিয়াদ আন-নাখালা আরও বলেছেন, প্রতিরোধ শক্তিকে চাপে ফেলতে গাজায় সম্প্রতি হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তবে প্রয়োজন হলে ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধভাবে ইসরাইলে হামলা চালাবে।
তিনি বলেন, গাজায় ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তারা এ বছর গ্রীষ্মে গাজায় হামলা শুরু করতে পারে। ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে যৌথ কন্ট্রোল রুম প্রতিষ্ঠার বিষয়ে ইসলামি জিহাদ ও হামাস সমঝোতায় পৌঁছেছে বলে তিনি জানান।
ইসলামি জিহাদের মহসচিব বলেন, গাজায় ‘মার্চ অব রিটার্ন’ বা ‘প্রত্যাবর্তনের পদযাত্রা’ অব্যাহত থাকবে। ইসরাইলকে ‘মার্চ অব রিটার্ন’ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলা বন্ধ করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনিরা গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার চায় বলে তিনি জানান। সূত্র: পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস