
মুজাহিদ হোসেন, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাগানের লিচু পাড়তে গিয়ে স্থানীয়দের মারধরে শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কাননের দুটি হাতই ভেঙে গেছে। গুরুতর আহত হয়েছেন উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
এ ঘটনায় ভুক্তভোগীদের করা হত্যাচেষ্টা মামলায় আশীষ নামের এক স্থানীয় যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরীর কাজলার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানান মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকয়া হলের পিছনে লিচু পাড়তে যান কানন ও মেহেদীসহ বেশ কয়েকজন। এসময় বাগানটি পাহারার দায়িত্বে থাকা স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে লিচু পাড়তে বাধা দেন। তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের এলোপাথাড়ি মারধর শুরু করে স্থানীয় ওই যুবকেরা।

এতে ছাত্রলীগ নেতা কাননের দুই হাত ভেঙ্গে যায় ও মেহেদীর পায়ে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা মেডিকেলের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার রাতেই নগরীর মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, মারধরের ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। মারধরকারীদের একজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। সবাইকে আটক করতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যাচেষ্টা মামলা করেন। সেই মামলায় আশীষ নামের একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

