মোদিকে ‘গণতন্ত্রের চড়’ মারতে চাওয়ায় মমতাকে নিয়ে সুষমা স্বরাজের টুইট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ৮, ২০১৯
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘গণতন্ত্রের চড়’ দেওয়ার কথা বলায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মমতার দেয়া একটি বক্তব্যকে ঘিরে মঙ্গলবার রাতে একটি টুইট করেছেন তিনি।

এতে সুষমা বলেছেন, ‘মমতাজি, আজ আপনি সব সীমা লঙ্ঘন করেছেন। আপনি আমাদের দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মোদিজি প্রধানমন্ত্রী।

তাই আমি উর্দু কবি বশির বদরের লেখা একটি কবিতার দুটি লাইন আপনাকে মনে করাচ্ছি: চরম শত্রুতা করো কোনও ক্ষতি নেই, কিন্তু এটুকু অনুরোধ ভবিষ্যতে আবার বন্ধু হলে যেন লজ্জা পেয়ো না।

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, মমতার শাসনামলে ৩ ‘ত’ ছাড়া বাংলায় পাতাও নড়তে পারছে না। এগুলো হল– তৃণমূল, তোলাবাজি আর ট্যাক্স।

মোদির এ বক্তব্যের প্রতিক্রিয়াতেই মঙ্গলবার মমতা বলেন,আমার দলকে মোদি তোলাবাজ বলেছেন। আমি ওনাকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চাই।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন