প্রাণ থাকতে ‘জয় শ্রী রাম’ বলবেন না মমতা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

‘জয় শ্রী রাম’-এই ধ্বনিতে একচেটিয়া আধিপত্য রয়েছে বিজেপির৷ তাই এই ধ্বনি কোনওদিন তাঁর মুখ দিয়ে বেরোবে না৷ মঙ্গলবার বাঁকুড়ার রানীবাঁধে ভোটপ্রচারে গিয়ে নিজেই সেকথা বললেন তৃণমূলসুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছিলেন, ” জয় শ্রীরাম বললে মমতাদিদির অসুবিধা হচ্ছে। দিদি রাম নাম এদেশে না নিলে কি পাকিস্তানে গিয়ে নেব?”

অমিত শাহ শুধু নন ‘জয় শ্রী রাম’ নিয়ে মমতাকে কটাক্ষ করেছেন মোদীও৷ তিনি বলেন, আসলে তিনি গদি হারানোর ভয় করছেন। তাই ভগবান রামের কথা শুনলেও তার এমন মনে হচ্ছে।

উল্লেখ্য, দুদিন আগে মেদিনীপুরে দলীয় প্রার্থী অভিনেতা দেবের হয়ে নির্বাচনী পদযাত্রা শেষে গাড়িতে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কিছু গ্রামের মানুষ ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিচ্ছিলেন। তাতেই মেজাজ হারান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালককে গাড়ি থামতে বলেন। গাড়ি থেকে নেমেই জয় শ্রীরাম যারা বলছিলেন, তাদের তাড়া করেন।

মমতা বলেন, বিজেপি দেবদেবীর নাম বলে অথচ তাঁদের শ্রদ্ধা করে না, তাঁদের নিয়ে রাজনীতি করে৷দুর্গাপুজো নিয়ে বিজেপির তোপের জবাবে তাঁর পালটা প্রশ্ন, দেবী দুর্গার ক’টা হাত? তাতে কী কী অস্ত্র থাকে? এসব কি বিজেপি নেতাদের জানা? সূত্র: কলকাতা নিউজ।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন