দর্শকপ্রিয়তায় শীর্ষে “কলরব”র রমযানের সংগীত ; পূর্ণ হলো হলিটিউনের আটলাখ সাবস্ক্রাইবার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

পবিত্র মাহে রমযান উপলক্ষে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হলিটিউনে আসছে একের পর এক সংগীত। কলরবের শিল্পীদের কন্ঠে রিলিজ হওয়া প্রতিটি সংগীত পাচ্ছে প্রচুর দর্শকসাড়া। সেই সাথে সাথে পূর্ণ হলো হলিটিউনের আটলাখ সাবস্ক্রাইবার। এখন যে কোনো সংগীত রিলিজের সাথে সাথে তার ভিউ পেরিয়ে যাচ্ছে লাখো সংখ্যার। এক দুদিনে মিলিয়নও হয়ে যাচ্ছে ভিউ।

এর মধ্যে সর্বশেষ এইচ আহমেদের লিরিক ও টিউনে মুহাম্মাদ বদরুজ্জামান ও আবু রাহানের কন্ঠে গাওয়া “আহলান সাহলান, মাহে রমাদান” সংগীতটি মাত্র একদিনে ১০ লাখ ভিউ হয়ে অনেকটাই মাইলফলক তৈরি করেছে। বাংলাদেশে ইতিপূর্বে কোনো ইসলামী সংগীতের এক দিনে এতো ভিউ হওয়ার রেকর্ড নেই।

গন্ধরাজ রিয়েল এস্টেটের প্রজেক্ট ডিরেক্টর আকন সিরাজুল ইসলামের স্পন্সরে কলরবের শিশু কিশোর শিল্পীদের কন্ঠে গাওয়া দ্বিতীয় আর একটি সংগীত “এলো মাহে রমযান” এক সপ্তাহে দেখা গেছে প্রায় ২৩ লাখের মতো (দুই মিলিয়নের বেশি) ভিউ হয়েছে যা ইতিপূর্বে দেখা যায়নি। এতো অল্প সময়ে কোনো ইসলামী সংগীত এতো মানুষ দেখা সত্যিকারার্থেই ইসলামী সঙ্গীত জগতের অনেক বড় সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমনকি এটা ইসলামী সংগীতের জগতের জন্য “মাইলফলক” হিসেবে বিবেচনা করছেন তারা। এ ধারা অব্যাহত থাকলে এক সময় ইউটিউবে ইসলামী সঙ্গীত দেখার জন্য মানুষ আরও অনেক বেশি সাড়া দেবে।

অনুসন্ধানে দেখা যায়, এছাড়াও রমযানের প্রথম দিন পর্যন্ত কলরবের শিল্পীদের তিনটিসহ মোট চারটি সংগীত হলিটিউনে রিলিজ হয়েছে। কলরবের কিশোর শিল্পীদের কন্ঠে “শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক” নামের সংগীতটিও এক মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এছাড়াও এইচ আহমেদ ও শেহজাদের কন্ঠে “আহলান সাহলান, মাহে রমাদান” সঙ্গীতটির দ্বিতীয় আর একটি ভার্সণও রিলিজ হয়েছে “হলিটিউনে”। যেটা অন্য সংগীতগুলোর তুলনায় কম দেখা হলেও অনেক দর্শকই দেখেছে।

এ ব্যাপারে হলিটিউনের সিইও পবিত্র ওমরা পালনে মক্কায় থাকা মুহাম্মদ বদরুজ্জামানের কাছে “একের পর এক রমযানের গজল আসছে হলিটিউনে? পাচ্ছে প্রচুর দর্শকপ্রিয়তাও। এ ব্যাপারে এ ব্যাপারে আপনার মতামত কী” জানতে চাইলে তিনি বলেন,
“এ সফলতায় আমরা অভিভূত। আমরা আল্লাহর শোকরিয়া আদায় করছি এবং আমরা আরও ভালো সংগীত তৈরির মাধ্যম হতে চাই, সে লক্ষেই আমাদের পথচলা । আলহামদুলিল্লাহ্‌ রমজান উপলক্ষে আমাদের নির্মিত আয়োজনগুলো শ্রোতাদর্শকরা গ্রহণ করছে এটা বেশ আনন্দের, দোয়া চাই সামনে যেন এর ধারাবাহিকতা ধরে রাখতে পারি”।

প্রসঙ্গত : ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ইসলামী সঙ্গীতের বর্তমান পরিচিত প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেল “হলিটিউন”। দীর্ঘ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ চ্যানেলটি বর্তমানে আটলাখ সাবস্ক্রাইবারের বড় পরিবার। চ্যানেলটিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বমোট ভিউ রয়েছে ১৬ কোটি ৪৮ লাখেরও বেশি। যা অনেক বড় পরিবার। এবং  ভিউ সংখ্যা প্রতি মূহুুর্তে বেড়েই চলছে। তাছাড়া খুুুব কাছাকাছি সময়ে হলিটিউনের এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে বলে আশাবাদি হলিটিউনের শুভাকাঙ্ক্ষীরা।

রমজান উপলক্ষে রিলিজ হওয়া সঙ্গীতগুলো শুনতে ইউটিউবে গিয়ে Holy tune লিখে সার্চ দিয়ে চ্যানেলটি ভিজিট করুন অথবা এই লিংকে যান। www.youtube.com/user/Kalarabgrup

মন্তব্য করুন