রমজানে লিবিয়ায় যুদ্ধ বিরতির আহ্বান জাতিসংঘের

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৬, ২০১৯

রমজান উপলক্ষ্য লিবিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘ। আজ সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি চার সপ্তাহ ধরে লিবিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অনেক দিন ধরে যুদ্ধ অব্যহত রয়েছে এ দেশটিতে। লিবিয়ার জাতিসংঘ মিশন এক বিবৃতিতে বলেছে, এক সপ্তাহের জন্য রমজান উপলক্ষে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন তারা।

একইভাবে, এ বিবৃতিতে জোরধারভাবে বলা হয়েছে, যুদ্ধের সময় নাগরিকদের প্রবেশাধিকার ও আন্দোলনের স্বাধীনতা নিশ্চিত করা উচিত। আর বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করা উচিত বলেও তারা মনে করেন।

লিবিয়ার সেনাবাহিনী বা ফেডারেল সরকার জাতিসংঘের এ প্রস্তাবের উপর কোন মন্তব্য করেনি এখনো।

সূত্র: আল আরাবিয়া ডটনেট।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন