কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আগুন

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভেতর ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই ক্যান্টিনে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন