সন্তান হওয়ার এক বছর পর বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

প্রথম সন্তানের বাবা ক্লার্ক গেফোর্ডকেই বিয়ে করতে যাচ্ছেন জাসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও সম্প্রতি বিশ্বব্যাপী আলোচিত নেত্রী জাসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ড-এর সাথে বাগদান সম্পন্ন করেছেন বলছে জানা গেছে।

বিবিসির রিপোর্ট থেকে জানা যায় ক্লার্ক গেফোর্ড জেসিন্ডার সন্তানের বাবা। গতবছর এই দু’জন তাদের প্রথম সন্তান লাভ করেন। তাদের এই কন্যা সন্তানের নাম নিভ টে আরোহা। সন্তান জন্ম দেওয়ার এক বছর পর তারা পরস্পর বিয়েতে সম্মত হয়েছেন এবং বাগদান সম্পন্ন করে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর নিজের নেতৃত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হন মিজ আরডার্ন। বিয়ের বিষয়ে জেসিন্ডা বলেন আমি খুবই খুশিবোধ করছি এবং আনন্দ প্রকাশ করছি। ক্লার্ক আমার জন্য উপযুক্ত হবে এবং আমার সন্তানের ভালোমন্দ সে দেখবে বলে আমি বিশ্বাস করছি।

জেসিন্ডা দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন সন্তানের জন্ম দিয়েছেন। এর আগে পাকিস্তান বেনজিন ভুট্টো ক্ষমতায় থাকাকালীন সন্তানের ‘মা’ হয়েছিলেন।

মন্তব্য করুন